চাটখিলে টয়লেটের ট্যাংকি থেকে মানুষের খুলিসহ হাড় উদ্ধার

উপজেলার মানিকপুর গ্রামের বিপ্লবের (এইচ.এম.বি) ব্রিকফিল্ডের টয়লেটের ট্যাংকি থেকে মানুষের খুলিসহ হাড় উদ্ধার করেছে পুলিশ। গতকাল চাটখিল থানার এসআই এমদাদুল হক ঘটনাস্থলে পৌঁছে মানুষের মাথার খুলিসহ কয়েকটি হাড় উদ্ধার করেছেন। পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচরা গ্রামের সাবেক ইউপি মেম্বার আবদুল লতিফ দাবি করেন উদ্ধার করা হাড় তার ছেলে সোহাগ হোসেনের। তিনি জানান, তার ছেলে সোহাগ হোসেন গত ১৯শে আগস্ট ২০১৪ইং থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আবদুল লতিফ রামগঞ্জ থানায় গত ২২শে আগস্ট জিডি করেন। ব্রিকফিল্ডর মালিক সফিকুল আজম বিল্পব জানান, প্রায় ১ বছর থেকে তার ব্রিকফিল্ড বন্ধ রয়েছে। এ ব্যাপারে তার কিছুই জানা নেই। পুলিশ জানায়, উদ্ধারকৃত হাড় গুলোর ডিএনএ পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে হাড়গুলো অপহৃত সোহাগের দেহের কিনা।
Created at 2014-10-26 12:31
Back to posts
UNDER MAINTENANCE