XtGem Forum catalog
দরবেশপুর নিউজ ২৪ ডট কম
Dnews24 001
প্রচ্ছদজাতীয়রাজনীতিশিক্ষাবিনোদনখেলাধুলাক্রাইমসাস্থ্যযোগাযোগ
LIKE OUR FACEBOOK
DARBESHPURNEWS24.MOBIE.IN
Latest topNews

লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত৭, আটক-২

লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত৭, আটক-২
লক্ষ্মীপুরে পৃথক দুইটি সন্ত্রাসী বাহিনীর সঙ্গে পুলিশের গোলাগুলিতে সন্ত্রাসী ইউনুছ (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহে আলমসহ পাঁচ পুলিশ সদস্য। এসময় দুটি এলজি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক হয়েছে বাহিনী প্রধান খোরশেদসহ দুই সন্ত্রাসী। বুধবার রাত সাড়ে তিন টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটোবীতে বাশার বাহিনীর সঙ্গে ডিবি পুলিশের এবং দত্তপাড়া খোরশেদ বাহিনীর সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। দিঘুলী ইউনিয়নের গফিয়ারখীল এলাকার মফিজ উল্যার ছেলে গুলিবিদ্ধ আটক সন্ত্রাসী ইউনুছ লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ডিবি পুলিশদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী বাশার তার বাহিনী নিয়ে মটোবী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সস্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এতে বাশার বাহিনীর সন্ত্রাসী ইউনুছ গুলিবিদ্ধ হন। আহত হয়েছে পুলিশের এক সহকারী উপ পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য। একই সময় দত্তপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে খোরশেদ বাহিনীর প্রধান খোরশেদকে দুইটি এলজিসহ আটক করে।
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
রামগঞ্জে বাল্য বিবাহের হিড়িক
লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত৭, আটক-২
দরবেশপুর নিউজ ২৪ ডট কম