রামগঞ্জে জামায়াতের আমীর সহ গ্রেফতার দুই।

রামগঞ্জে জামায়াতের আমির সহ গ্রেফতার দুই,
রামগঞ্জ প্রতিনিধি-উপজেলার ৭ নং দরবেশপুর ইউনিয়ন জামায়াতের আমির কাজী ফরিদ ও জেলা শিবিরের নেতা হাফেজ আহম্মেদ মিরনকে আজ বুধ বার সন্ধ্যা ৭ ঘটিকার সময় আটক করে রামগঞ্জ থানা পুলিশ।
জানা যায় উপজেলার কচুয়া বাজার হইতে তাদের আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়,আসামি ফরিদ ও মিরন থানায় একাদিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি।আজ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গোপন বৈঠক থেকে আটক করা হয়।যা আন্দোলনের নামে নাশকতার পরিকল্পনার বৈঠক ছিল বলে জানান থানার এক কর্মকর্তা।এছাড়া আসামিরা ২৫ অক্টোবর রামগঞ্জে আওয়ামিলীগের নেতা কর্মী এবং পুলিশের উপর স্বশস্র হামলা করে।
Created at 2014-08-27 08:36
Back to posts
UNDER MAINTENANCE