DARBESHPURNEWS24.MOBIE.IN
চাটখিলে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী কালা স্বপন অস্ত্রসহ আটক - D NEWS 24
দরবেশপুর নিউজ ২৪ ডট কম
Dnews24 001
প্রচ্ছদজাতীয়রাজনীতিশিক্ষাবিনোদনখেলাধুলাক্রাইমসাস্থ্যযোগাযোগ
LIKE OUR FACEBOOK
DARBESHPURNEWS24.MOBIE.IN
Latest topNews

চাটখিলে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী কালা স্বপন অস্ত্রসহ আটক

চাটখিলে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী কালা স্বপন অস্ত্রসহ আটক
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর-করপাড়া-রামনারায়নপুর এলাকার ত্রাস পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মাহাবুব আলম স্বপন ওরপে কালা স্বপন ওরপে দাদা স্বপনকে (৩০) চাটখিল থানা পুলিশ শনিবার সকালে সাহাপুর ইউনিয়নের করটখিল গ্রামের পন্ডিত বাড়ির নজরুল কবিরাজের ঘর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ডাকাতি ও ছিনতায়ের সরঞ্জামাদি সহ আটক করেছে। আটকৃত স্বপন করটখিল গ্রামের আবদুর রশিদ দুলালের ছেলে। গ্রেফতারের পর পুলিশ তাকে থানায় আনলে সে অসুস্থতার ভান করলে পুলিশ তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখান থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় সে দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ও জনতা পেছন থেকে ধাওয়া করে তাকে চাটখিল উত্তর বাজার থেকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। চাটখিল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালা স্বপন দীর্ঘ দিন থেকে চাটখিল উপজেলার সাহাপুর, রামনারায়নপুর, দশঘরিয়া-পরোকাট ইউনিয়ন ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী ও নারী নির্যাতন করে আসছে। স্বপন গত ২৪ আগষ্ট সন্ধ্যায় সাহাপুর বাজার ব্যবসায়ী শাহ আলম, সুরেশ বণিক, শিবলু, আহসান উল্যাহ সহ ১০/১২জন ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা করে চাঁদা দাবী করে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করায় তাদেরকে মারধোর করে আহত করে এবং গুলি করে হত্যার হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে পরের দিন সাহাপুর বাজার ব্যবসায়ীরা ৫ শতাধিক দোকানপাট বন্ধ রেখে সকাল-বিকেল ধর্মঘট ও প্রতিবাদ সভা করে। এছাড়াও স্বপন গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে চাটখিল উপজেলার সাহাপুর গরু বাজার থেকে রামগঞ্জ উপজেলার গরু ব্যবসায়ী ছাত্তার কমিশনারের ৪ লাখ ২০ হাজার টাকা অস্ত্রেরমুখে ছিনিয়ে নেয়। সাহাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার আবদুল হাই ও ৪নং ওয়ার্ড মেম্বার আবদুল ওয়াদুদ জানান, স্বপন তাদের কাছে মোটা অংকের চাঁদা চেয়ে না পেয়ে গত আগষ্ট মসে তাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। চাটখিল থানার ওসি মো: নাসিম উদ্দিন জানান, কালা স্বপন দীর্ঘ দিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজী, ধর্ষণ সহ নানা অপকর্ম করে আসছিলো। তার বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র, অপহরণ, চাঁদাবাজী সহ ৮টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি অস্ত্র মামলা।
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
DARBESHPURNEWS24 DARBESHPURNEWS24
দরবেশপুর নিউজ ২৪ ডট কম

The Soda Pop